1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
খুলশীতে নকল ঔষধ কারখানা, তথ্য জানতে র্যাবের নামে হুমকি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন

খুলশীতে নকল ঔষধ কারখানা, তথ্য জানতে র্যাবের নামে হুমকি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নগরীর অভিজাত এলাকা খুলশীতে ভেজাল ও নকল ঔষধ তৈরী ও বাজারজাত করে কোটি কোটি কামিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।ওই প্রতারক চক্রের সাথে দূর্নীতিবাজ প্রশাসনের লোকজন জড়িত থাকায় এটি বন্ধ হচ্ছে না।ফলে নিরাময় হবার আশায় রোগীরা এসব ঔষধ সেবনে কোন ফল পাচ্ছে না। বরং রোগীরা আরো রোগাক্রান্ত হচ্ছে হারাচ্ছে অর্থকড়িও।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, খুলশী আ/এ ২নং রোডে ১৭৪/১ বাড়িতে গড়ে উঠেছে একটি ঔষধ কারখানা। প্রার্মিক গ্রুপ কোঃ লিঃ নামে এখানকার লোকেরা এটি চিনে থাকে।এখানে নানান নামে এই কারখানায় এন্টিবায়োটিকসহ ৩৮টি ঔষধ তৈরী করে ।উচ্চহারে কমিশন দিয়ে ভুয়া ডাক্তারদের মাধ্যমে এসব ঔষধ রোগীদের সেবন করা হয় ।এসব ঔষধের লেভেলে কোন ঠিকানা লেখা থাকে না।

দেশে উৎপাদিত সবরকমের ঔষুধের দাম হুঁহুঁ করে ফি বছর বেড়ে যায় অস্বাভাবিকভাবে।আর ঔষুধ নিয়ে মহাবিপাকে পড়ছে সাধারন আয়ের মানুষগুলো।ঔষুধের দাম বেড়ে যাওয়ায় আসল ঔষুধের আড়ালে এসব নকল ও ভূঁয়া ঔষুধ দেদারসে উৎপাদন ও দিনকে দিন বাজারজাত করে চলছে একশ্রেণির মুনাফালোভী অসাধু ঔষুধ মালিক পক্ষ।আর এসব ঔষুধ কিনে নগদে প্রতারিত হচ্ছে সাধারন আয়ের সহজ সরল মানুষগুলো।এসব ঔষধের ২নং গেইটসহ কয়েকটি গোদাম রয়েছে একটি সুত্র দাবী করছে।

সুত্রমতে, আইন প্রয়োগকারী সংস্হা, ঔষধ প্রশাসন ও পুলিশের গোয়েন্দা বিভাগ বেশ কয়েকবার এই কারখানায় অভিযান পরিচালনা করেছে । জরিমানা ও সিলগালা করে দেয় । রহস্যজনক কারণে এই কারখানাটি আবারো চালু হয়।স্হায়ীভাবে কেন বন্ধ হচ্ছে না তা কেউ জানে না।

খবর নিয়ে জানা গেছে, মোঃ আজিজ নামক এক ব্যাক্তি এই কোম্পানীর মালিক । তার মোবাইল নাম্বারে (০১৯৩৮ ৮৬২৪৪৪) এইসব বিষয়ে জানতে ফোন করলে তিনি বলেন আমি এই প্রতিষ্ঠানে চাকুরী করি।মালিকের সাথে আপনি কথা বলুন।ভেজাল ঔষধ সম্পর্কে কথা বলতেই তিনি ইংরেজী বলেন ‘আই এম নট ক্যামিষ্ট’। মালিক ও ক্যামিষ্টদের সাথে কথা বলিয়ে দিতৈ অনুরোধ করলে গরম ও রাগান্বিত কণ্ঠে তিনি বলেন আমি আপনার নাম্বার র্যাব REB কে দেবো বলে হুমকি দিয়ে ফোন রেখে দেয়।

 

 

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla