সন্ধীপ প্রতিনিধি
সন্ধীপে সাব রেজিস্ট্রার অফিসে সেবা গ্রহিতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত মূল দলিলের রেজিস্ট্রিকার্য দ্রুত সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষগণকে ফেরত দেয়ার কার্যকর ব্যবস্থা হিসেবে নিবন্ধন মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এর নির্দেশক্রমে জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম কর্তৃক ১৯ জন নকলনবীশ নিয়োগ আদেশ স্থগিত হওয়ায় সন্দ্বীপ এর মানুষের অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সন্দ্বীপ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত মূল দলিল ফেরত পেতে দশ বছরেরও অধিক সময়ের প্রয়োজন হয়। এখনো ২০১৩ সনের দলিল নকল হচ্ছে। প্রায় ৩৯ হাজার দলিল নকলের অপেক্ষায় রয়েছে। সূচির কাজ চলছে ২০১২ সনের। সূচির কাজ সম্পন্ন হলে মূল দলিল সংশ্লিষ্ট পক্ষগণকে ফেরত প্রদান করা হয়। মূল দলিল নকলের কাজ ছাড়াও ২০২২ সনে প্রায় ৭০০০ অবিকল/সহিমোহরি নকল সরবরাহ করা হয়। ওই অফিসে মাত্র ১৩ জন নকলনবীশ দিয়ে মূল দলিল ভলিউমে নকলকরণ ও সহিমোহরি বা অবিকল নকল সরবরাহের কাজ কোনমতে ভালভাবে সম্ভব হচ্ছিল না।
সেবাগ্রহীতারা মূল দলিল দ্রুত সময়ে ফেরত না পাওয়ায় সন্ধীপ সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রি সেবা নিয়ে বিরুপ ধারণা সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরে। অফিসের সুনাম ও ভাবমূর্তি রক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে জনবল সংকট দূর করে দাপ্তরিক কাজের গতি বৃদ্ধির জন্য নকলনবীশ নিয়োগের তাগিদ অনুভব করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । তারই আলোকে ২৯ ডিসেম্বর ‘২২ তারিখে বকেয়া দলিল নকলের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণ অস্হায়ী ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১৯ নকল নবীশ নিয়োগ দেন জেলা রেজিস্ট্রার মিশন চাকমা। এতে সন্দ্বীপের মানুষ দ্রুত মূল দলিল ফিরে পাওয়ার ক্ষেত্রে বেশ আশান্বিত হয়েছিলেন। কিন্তু এই আদেশ স্থগিত হওয়ায় আবারও হতাশা নেমে আসে জনমনে ও বিরাজ করছে চরম অসন্তোষ।
আমাদের অনুসন্ধানে দেখা গেছে, এই নিয়োগ যথাযথ নিয়ম মেনে দেয়া হয়েছে এবং এতে কোন প্রকার দূর্নীতিরও খবর পাওয়া যায়নি। এ বিষয়ে দুর্নীতির কোন অভিযোগও নেই। নিয়োগ প্রাপ্তরা নকল নবীশ হিসেবে প্রশিক্ষণ কাজে যোগ দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে অজানা কারণে ৩১ জানুয়ারী ‘২৩ মহা পরিদর্শক উম্মে কুলসুম স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগ প্রক্রিয়া স্হগিত করা হয় ।
খবর নিয়ে জানা গেছে , এর আগে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে মাত্র ২ মাসের মাথায় ২ জন জেলা রেজিস্ট্রার খণ্ডকালীন দায়িত্ব পালন করে।তখন সন্ধীপসহ গোটা জেলা জুড়ে বিশৃখংল পরিবেশ তৈরী হয় ও সেবাগ্রহিতারা পর্যাপ্ত সেবা বঞ্চিত হয়।
এই বিষয়ে সন্ধীপের দায়িত্বরত সাব রেজিস্ট্রার আবদুস সোবহান পূর্ব বাংলাকে বলেন নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ প্রশাসনিক ব্যাপার।এটা কর্তৃপক্ষের এখতিয়ার।