চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. শুক্রবার, হযরত তৈয়ব শাহ (রহ.) জামে মসজিদে এবং এইচ এম ভবন অডিটরিয়ামে বাদ জুম্মা তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এম.পি’র আত্মার মাগফেরাত কামনায়, আলহাজ্ব মঈনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী (রহ.) খোশরোজ দিবস স্মরণে এবং সাবেক মেয়র আলহাজ্ব এম. মনুজর আলমের নাতি নাবিদ আব্দুল্লাহর বিদেশ গমন উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিচকিনদের আপ্যায়ন সহ মসজিদে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম। তুরস্ক ও সিরিয়ার ঘটনা এবং জননেতা মোছলেম উদ্দিন আহমদ এর উপর অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, আজাব, গজব ও দুর্ঘটনা থেকে আল্লাহতায়ালা যেন সকলকে হেফাজত করেন। তিনি বলেন, দুর্যোগ দুর্ঘটনার সময় মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। তিনি জননেতা মোছলেম উদ্দিন আহমদকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে আখ্যায়িত করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। জনাব মনজুর আলম আওলাদে মাইজভাণ্ডারী হযরত শাহসুফী আল্লামা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী (ক.) এর ৮৬তম খোশরোজ শরীফ উপলক্ষে শুকরিয়া আদায় করেন। তিনি তার নাতি নাবিদ আব্দুল্লাহর দীর্ঘজীবন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা সৈয়দ ইউনুচ রজভী আল কাদেরী। উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহ ও সারহান আব্দুল্লাহ সহ অন্যরা।