বিএনপি জামাতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি জননেতা আমিনুল ইসলাম বলেন-দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি জামাত সহ একটি গোষ্ঠী উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপশক্তিকে প্রতিহত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জননেতা মফিজুর রহমান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু গণতান্ত্রিক অধিকারের নামে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠা করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব। আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি উদাত্ত¡ আহবান জানান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিদ্বয় মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিছ, সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা কচির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনছুর, সাবেক দপ্তর সম্পাদক আবু জাফর, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, আব্দুল হান্নান মঞ্জু, ছিদ্দিক আহমদ বি.কম, বিজন চক্রবর্ত্তী, নাছির আহমদ চেয়ারম্যান, মোস্তাক আহমদ আঙ্গুর, নুরুল আমিন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, রেজাউল করিম রাজা মিয়া, এম এ মলেক, মোহাম্মদ ফারুক, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম দিদার, মমতাজ উদ্দিন, দিদারুল ইসলাম চৌধুরী, জহুরুল হক চৌধুরী জহুর, জীবন আরা বেগম, বাবু সুরেশ দাশ, আবুল হাশেম চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা আবু তাহের প্রমুখ।