চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো: রেদওয়ানুল হক, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, আসিফ ইকবাল প্রমুখ । নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের হাতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মনোগ্রাম খচিত সম্মাননা স্মারক হস্তান্তর করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।
এ সময়ে নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ চারজাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান জীবনের শেষ রক্তবিন্দু বাংলার মাটিতে উৎসর্গ করে দেশপ্রেম ও বিশ্বস্ততার চুড়ান্ত পরীক্ষা দিয়েছেন। তিনি এ কালজয়ী নেতাদের আজীবন স্মরণে রাখার আহবান জানান।