আশরাফ (চট্টগ্রাম) মিরসরাই
মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মধ্য বয়সের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে সড়ক পারাপারের সময় দ্রুতগামি গাড়ির ধাক্কায় আনুমানিক ৫২ বছরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়ানা তদন্তের জন্য নিহতের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।