চট্টগ্রাম নগর পুলিশের দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। মঙ্গলবার ২৪ জানুয়ারি মঙ্গলবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি-পদায়ন করা হয়।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান সম্প্রতি সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) হিসেবে বদলি করা হয়। তার স্থানে যাচ্ছেন সদরঘাট থানার ওসি খাইরুল ইসলাম।
সদরঘাট থানায় পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিএমপিতে বদলি হয়ে আসা পুলিশ পরিদর্শক গোলাম রব্বানীকে। তিনি এর আগে বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ পরিদর্শক খায়রুল ইসলামকে গত ১৬ মে সদরঘাট থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। সদরঘাট থানায় যোগ দেওয়ার আগে তিনি বায়েজিদ বোস্তামি থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
একই আদেশে পুলিশের আরেক পরিদর্শক আবু নাঈম মো. সবুর খানকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।