চট্টগ্রামের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের স্বাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের চলতি দায়িত্বে থাকা ডা. মো. সাখাওয়াত উল্যাহকে বদলি পূর্বক ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিস (বিআইটিআইডি)’র পরিচালক করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য – সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের স্বাক্ষরে ২৩ জানুয়ারি জারিকৃত অপর এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে ‘রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।