চট্টগ্রাম প্রতিনিধি
ফেনী জেলা সমিতি- চট্টগ্রামের উদ্যোগে ১৭ জানুয়ারি সমিতির চট্টস্বরীর নিজস্ব কার্যালয়ে বিকেলে নগরীর বিভিন্ন এলাকার প্রায় ৫০০ অসহায় ও মাদ্রাসার এতিমদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে। ফেনী জেলা সমিতি- চট্টগ্রামের সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক জিন্নাহ চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয়-১ এর অফিসার জুবায়ের আলম। এতে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন মিলন, সহ-সম্পাদক এডভোকেট আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, সমিতির চিকিৎসা বিষয়ক সম্পাদক ও বি এল এফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট জাফর হায়দার, মোহাম্মদ আব্দুল গনি, এডভোকেট মো. আলাউদ্দিন, মো.মাহমুদুর রহমান ও শামীম আহাম্মদ সিদ্দিকী প্রমূহ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, ফেনী জেলা সমিতি- চট্টগ্রাম একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই সমিতির মাধ্যমে দরিদ্র,অসহায় , ছিন্নমূল ও এতিম ছাত্রদের সহায়তার জন্য সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে এখন কম্বল বিতরণ করছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।