অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুর শাস্তিমূলক বদলী হলেও অনিয়ম দুর্নীতির মূল নায়ক উপ ব্যবস্থাপক কয়সুল বারী এখনো বহাল তবিয়ত রয়েছে।
অভিযোগ রয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারী ব্যবসা থেকে শুরু করে সব কাজ করে কয়সুল বারী। তার রয়েছে অফিসের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশাল এক সিন্ডিকেট। কয়সুল বারী অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড়, দায়িত্ব পালনে অবহেলা, দায়িত্ব পালনে ভুয়া বিল ভাউছার বানিয়ে সরকারি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্রে জানায়, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুকে অনিয়ম দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত ২৬ ডিসেম্বর শাস্তিমূলক বদলীর নির্দেশ দেন। নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুকে বাঁচাতে কয়সুল বারী নিজেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরে টানা ১০/১৫ দিন ছুটিয়ে চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হন। কয়সুল বারীর সাথে নিরাপত্তা প্রহরী বিন্দুর গভীর সখ্যতা থাকায় এ চেষ্টা চালায়। কয়সুল বারী অনিয়ম দুর্নীতির দায়ে তার পূর্বকর্মস্থল ভোলা থেকে শাস্তিমূলক বদলী হয়ে কাপ্তাই আসে। কিন্তু কাপ্তাই এসে জড়িয়ে দুর্নীতিতে বেপরোয়া হয়ে উঠে। বোর্ডের আদেশ বাতিল করতে সাইফুলের পক্ষ হয়ে চিঠিও লিখেন। সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত অর্থ বছরে প্রায় ২০ লাখ টাকার তছরুপ টেন্ডার হয়। টেন্ডারের কোন দৃশ্যমান কাজ হয়নি কাগজ কলমে সীমাবদ্ধ থাকে এবং যার বড় একটি অংশ কয়সুল বারীর পকেটে। প্রতি মাসে ২টি করে অফিস অর্ডার দেয় যার একটি তিনি অপরটি সাইফুল ইসলাম ভাগাভাগি করে নেয়। সে শিফটে ডিউটি না করে প্রতি মাসে সিফট এ্যালাউন্স নেয় এবং অফিসে ডিউটি করে ১০০ ঘন্টা ওভারটাইম দেয়। কয়সুল বারী সব জেনে শুনে তার বিলে সই করার একটিই কারন আর তা হচ্ছে এই বিলের ৫০% তিনি নেয় বাকি ৫০% সাইফুল নেয়। সাইফুলকে দিয়ে মৎস ব্যবসায়, কাঠ পাচার ব্যবসায়, হোটেল ব্যবসা, টেন্ডার ব্যবসায়সহ সকল ব্যবসায় সহযোগিতা করেন। এ সহযোগিতার বিনিময়ে সাইফুলের সকল ব্যবসায় থেকে একটি বড় অংশ উক্ত কর্মকর্তার পকেটে নেয়া বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানায়। কয়েকটি গণমাধ্যমে নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুকে নিয়ে সংবাদ পরিবেশন হওয়ায় থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে কয়সুল বারী কয়েকজন সংবাদ কর্মীকে তার পক্ষে সাপাই নিউজ করার জন্য মোটা অংকের টাকা পয়সা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়সুল বারীর এক স্টাফ জানান, কয়সুল বারী টানা কয়েকদিন ধরে স্থানীয় সাংবাদিকের টাকা দিয়ে নিউজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। কয়সুল বারী অফিসে হুংকার দিয়ে বলে বেড়াচ্ছে ডাকার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে অনেক সাংবাদিক হাজির করে প্রমান করেছে তার কথায় অনেক সাংবাদিক উঠা বসা করে। নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দু শুরু থেকে বলে বলে আসছেন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক কয়সুল বারী তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে তিনি তার কর্মকান্ডে পছন্দ করত। তার অবস্থান থেকে কোন অবস্থায় অনিয়ম দুর্নীতি করার মত সুযোগ নেই বলে দাবি করে যার করেছে অফিসের নির্দেশে করেছে বলে দাবি করেন। এ বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ.টি.এম আব্দুজ্জাহের বলেন, উপ ব্যবস্থাপক কয়সুল বারীর বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতি অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে, তবে তার বিষয়ে লিখিত কোন অভিযোগ হাতে আসেনি।
উপ ব্যবস্থাপক কয়সুল বারী বলেন, কিছু দুর্নীতিবাজ ঠিকাদার আমাকে হয়রাণী করার জন্য এসব করছে।ওই ঠিকাদারগুলো নানান অনিয়ম ও দূর্নীতিতে জড়িত।আপনারা খবর নিলে সত্যতা পাবেন।