চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ১৭ জানুয়ারী সকালে তাঁর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান মনছুরাবাদস্থ খান সাহেব আবদুল হাকিম মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কে.এস আবদুল হাকিম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সরেজমিনে পরির্দশন করেন পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। তিনি তার পিতা আলহাজ্ব আবদুল হাকিম মাইজভান্ডারীর ২৭তম ওরশ শরীফ উপলক্ষে গৃহীত কর্মসূচী এবং ওরশ মোবারকে অংশ গ্রহণ করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাওয়াত দেন। এ সময় তিনি বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠান দু’টির সাথে আমি এবং আমার বাবার বহুদিনের স্মৃতি রয়েছে। এ বিদ্যালয় থেকে পাশ করে বহু গুণিজন দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছেন। আগামীতেও অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু গুনিজন দেশের সেবায় আত্ননিয়োগ করবেন বলে আমি আশাবাদী। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার ছাত্রজীবন চলাকালীন অত্র বিদ্যালয়ের স্মৃতি চারণ করে বলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদে সাক্ষাৎ পেলে আমার মনটা উৎফুল্ল হয়। সাবেক মেয়র তার পিতা আলহাজ্ব আবদুল হাকিম মাইজভান্ডারী (রহ:) এর বার্ষিক ওরশ শরীফে সকলকে আগামী ২৬ জানুয়ারী সন্ধ্যায় আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ এর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার আহবান জানান। মতবিনিময়ে অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, এসএম আকাশ, শাহীন আফরোজ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান, প্রাক্তন ছাত্র মিয়া হারুন খান, শামসুল ইসলাম, বাবু মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন।