শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। বক্তারা মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার অনুরোধ জানান।
১৪ জানুয়ারী শনিবার বিকেলে নগরীর অক্সিজেনস্থ শাহ হাবিব উল্লাহ স্কুল ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এবং সুন্দর আগামী ফাউন্ডেশনের যৌথ তত্ত্বাবধানে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এর আহবায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মুহাম্মদ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ নেতা ও হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশনের উপদেষ্টা মানবতাবাদী ডাঃ মনির আজাদ। অতিথি ছিলেন ফয়যানে হাশেমী ইসলামী সেন্টার এর উপাধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ ওমর ফারুক আল-কাদেরী, আহলে সুন্নাত যুব পরিষদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোজাহেরুল হক কায়সার, আহলে সুন্নাত যুব পরিষদ হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক এস এম আবদুস শুক্কুর, যুব পরিষদ বায়েজিদ থানা শাখার সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম, হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু তৈয়ব সোহেল, ইচ্ছা ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, শায়ের ছৈয়দ মোহাম্মদ আদিল, আহলে সুন্নাত যুব পরিষদ নেতা সাইফুদ্দিন শান্ত, শিক্ষিকা রাবেয়া বেগম, মোহাম্মদ ফাহিম, মিনার মেহমুদ, কাযী মইনুল আহছান প্রমুখ।