মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৩তম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মাদার বাড়ী ট্র্যাংক রোড হাবিব টাওয়ারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অনুষ্ঠান উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন,সহসভাপতি লায়ন সামসুজ্জামান সুমন, সহসভাপতি লায়ন খন্দকার কাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ আবদুল কাদের, পরিকল্পনা সম্পাদক মোঃ ওমর ফারুক, শ্রম কল্যান সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সহ সম্পাদক স্বাধীন বর্মন যদু দাশ, নারীনেত্রী আমেনা বেগম ডলি, শারমিন আক্তার, নাজমা আক্তার, ঝর্ণা আক্তার শান্তা,অহনা আক্তার বৃষ্টি প্রমূখ।
বক্তারা বলেন, গরীব অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবিধা বঞ্চিতদের মাঝে মানবিকতা নিয়ে এগিয়ে আসার জন্যও বক্তারা বিত্তবানদের প্রতি আহবান জানান।