ক্রীড়া ডেস্ক
১৩জানুয়ারী নগরীর দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ এস আলম বি আলম গলির নবীন-প্রবীন ফুটবলারদের মিলন মেলার ২য় দিন ১৩ জানুয়ারী, শুক্রবার বিকেল ৩টায় সিডিএ বালুর মাঠে প্রথম খেলায় দিগন্ত একাদশ ২-০গোলে প্রিয়াম একাদশ কে পরাজিত করে। গোলদাতা রাকিব ও মুরাদ। দিনের শেষ খেলায় দীপুর দেয়া একমাত্র গোলে শক্তিশালী এলিট ফোর্স টিম কে পরাজিত করেছে দেলোয়ার ওয়ারির্স। ফলে আন্ত: ফুটবল টুর্নামেন্টের অংশ নেওয়া চারটি টিমের পয়েন্ট ২ম্যাচ শেষে দেলোয়ার ওয়ারির্স ৪, এলিট ফোর্স ৩, দিগন্ত একাদশ ৩,প্রিয়াম একাদশ-১ । খেলা পরিচালনা করেন রেফারি মোঃ হারুন, সহকারী আঃ কাদের, হৃদয় খান এবং ৪র্থ রেফারি হোসেন বাবলা। আজকের খেলায় সম্মানিত অতিথি ছিলেন ডা : আনোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন,সমির মহাজন লিটন, লুৎফর রহমান, খোরশেদ আলম,সাবেক ফুটবলার মোঃ শফি,হাছি মিয়া, সাইফুল ইসলাম,টুর্নামেন্ট কমিটির মোঃ মিজানুর রহমান পারুল, দেলোয়ার হোসেন,মোঃ আসলাম ,রাসেদুজ্জামান রাসেল আগামী শুক্রবার পরবর্তী রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।