পটিয়া উড়ন্ত পাকি স্পাটিং ক্লাব কতৃর্ক আয়োজিত নূর সোপ পটিয়া সুপার কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা গত ৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন নূর সোপ কেমিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নূর সোবহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আমির হোসেন, পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন নূর সোপ কেমিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নূর আলী চৌধুরী, নূর রহমান চৌধুরী, বাবু পুলক চৌধুরী, কাজী সোহেল, বোরহান উদ্দিন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার হোসাইন প্রমূখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দীতা করেন পটিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বনাম গাউছিয়া স্পাটিং ক্লাব। গাউছিয়া স্পাটিং ক্লাব খেলায় জয়লাভ করেন।