চন্দনাইশ সমিতি ইউএই এর সাধারণ সম্পাদক সমাজসেবক কাজী মোহাম্মদ মিজানুর রহমানের মাতা মোছাম্মৎ নুরুন নাহার বেগম (৫৫) ৯ জানুয়ারী সোমবার বেলা ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন) মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমার নামাজের জানাযা ঐদিন রাত বাদে এশা চন্দনাইশ উত্তর হাশিমপুর সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী চন্দনাইশ সমিতি ইউএই সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার সহ উপদেষ্টা মন্ডলী, সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।