1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
আনোয়ারায় দু’বখাটে পুত্র’র হাতে নির্যাতনের শিকার এক অসহায় মা - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

আনোয়ারায় দু’বখাটে পুত্র’র হাতে নির্যাতনের শিকার এক অসহায় মা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপার্টার
আনোয়ারায় দুই সন্ত্রাসী পুত্র’র হাতে ২০ বছরের অধিক সময় ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে মাজমা খাতুন নামে এক
মহিলা। মেয়ে বুলু বেগম ছোট দুই পুত্র ইয়াকুব,আবদুল মজিদও নির্যাতন থেকে রেহায় পাচ্ছে না। মাজমার বয়স এখন
৮০বছর ছুঁই ছুঁই। বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে। মাঝখানে একবার বখাটে এই দুই পুত্র আবদুল হালিম
প্রকাশ আইয়ুব ও আবদুল করিমের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রামে মামলাও করেছিলেন তিনি।
মাকে নির্যাতন করবেনা দেখা শুনা করবে এই শর্তে ক্ষমা পায় তারা। কিন্তু কার কথা কে শুনে। কিছুদিন যেতে না যেতেই মহা
কান্ড ঘটায় তারা। বড় বোন বুলুর বাড়ি ভিটি দখল করে নেয় তারা। এরপর শুরু করে একের পর এক মামলা হামলা আর চরম নির্যাতন। এখন সর্বশেষ মাথা গুজার ঠাইও দখল করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগে জানায় বোন বুলু বেগম ছোট ভাই ইয়াকুব। এলাকার লোকজনও একই অভিযোগ করেছেন। চলতি মাসের ৩ জানুয়ারী পটিয়া সহকারী জজ আদালতে এক মামলায় হাজিরা দিতে গেলে হামলার শিকার হয় ছোট ভাই ইয়াকুব। শতশত বিচার প্রার্থীর সামনে সন্ত্রাসী আইয়ুব ও আবদুল করিমের হাতে হামলার শিকার হয় ইয়াকুব। এতে ইয়াকুব আহত হন বলে জানা গেছে। এই দুই ব্যাক্তি  সাধারণ
মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা সাক্ষী দিয়ে নানাভাবে হয়রানী করে আসছে বলেও অভিযোগ সাধারণ মানুষের।

স্থানীয় সুত্র জানায়,আবদুল হালিম প্রকাশ টাউট আইয়ুব্যা অপর ভাই আবদুল করিম স্থানীয় মৃত আবদুর রাজ্জাকের পুত্র। বিগত বেশ কিছুদিন আগে বড় বোন বুলু বেগমের ক্রয়কৃত ২৬৬৪ নং-কবলার বাড়ি ভিটি জমিসহ প্রায় ১৩গন্ড জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এরপর তারা ভাই বোনের বিরুদ্ধে পটিয়া সহকারী জজ আদালতে অপর-২৯১/২১, অপর-৪৮৩/২১,অপর-৭১১/২১, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রামে মিচ মামলা নং-১৫৩৯/১৮,চীফ জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রাম সিআর মামলা নং-৩৩৪/২২,অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট আদালত চট্টগ্রাম মিচ মামলা নং ১৬০৭/১৭,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রামে সিআর মামলা নং-২৩৩/১৪,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রাম জিআর মামলা নং- ২২৭/১৭,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সিআর মামলা নং ২৩৮/১৬ দায়ের করে। তবে বুলু বেগম বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী নং ৭০২/১৪ দায়ের করে এই দুই ভাইয়ের বিরুদ্ধে। বর্তমানে মা ভাই বোন নিয়ে বুলু বেগম চট্টগ্রাম সিইউএফএল সড়কের দক্ষিণে যেই জায়গায় বাড়িতে থাকেন সেটিও দখল করার জন্য চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং ৩৩৪/২২ দায়ের করে
পুলিশ দিয়ে হয়রানী করে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা। একই অভিযোগ এই ভুক্তভোগিরাও করেছেন। অসহায় এই পরিবারটি
বর্তমানে স্থানীয় প্রশাসন উর্ধ্বতন আইনপ্রয়োগকারী সংস্থা এবং সর্বশেষ ভূমিমন্ত্রীর তড়িৎ হস্তক্ষেপ চেয়েছেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla