কে এম স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদার বাড়ী শোভনীয়া ক্লাবের সার্বিক সহয়তায় কে এম এজেন্সির পৃষ্ঠাপোষকতায় চট্টগ্রাম জেলা দিবারাএি উম্মুক্ত ফুটসাল ফুটবল টুনামেন্ট ২০২২ উদ্ভোধনী খেলা পশ্চিম ডলু স্পোর্টং ক্লাব বনাম শেখ রাসেল স্মৃতি সংসদ স্টেসন রোড গোল শূন্য ড্র হয়।
ট্রাইবেকারে ৩-১গোলে পশ্চিম ডলু স্পোর্টং ক্লাবকে পরাজিত করে ২পয়েন্ট অর্জন করেন শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাব । স্টেশন রোড-সৌজন্য শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের সম্মানিত প্রদান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন কামাল পারভেজ বাদল ।