রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ’র কেন্দ্রীয় সংসদ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুর দু’টা নগরীর আন্দরকিল্লাস্থ আহম্মদীয় ভবনের ৩য় তলায় সংগঠনের কার্যক্রম পরিচালনার কার্যক্রম শুরু হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব শ্রী তপন কান্তি নাথ, আশির্বাদক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। কেন্দ্রীয় সংসদের সভাপতি প-িত অরুন কান্তি নাথের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ। উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথ, মহিলা সম্পাদিকা রিপুরানী দেবী (লক্ষী), সাংবাদিক পলাশ কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি প-িত রুপন কান্তি নাথ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক অমল কৃষ্ণ দেবনাথ, বিশ^নাথ দেব নাথসহ প্রমুখ।
সভায় উদ্বোধনী বক্তব্যে শ্রী তপন কান্তি নাথ বলেন, সনাতনী রুদ্রজ মার্গ, বিশ্বমানবতা, অবর্ণনীয় গোত্র তিনটি লক্ষকে ভিত্তি করে পথচলা এই সংগঠন প্রশিক্ষণের মাধ্যমে নতুন পুরোহত তৈরি করবে, এখানে কোন বর্ণ-গোত্র বিবেধ থাকবে না। আগামীতে এই সংগঠন শুধু বাংলাদেশ নয়, সমগ্র সনাতনী সম্প্রদায়ের গর্বের সংগঠন হবে। আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে গর্বের মনে করছি।