চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়েছে ৫ বসতঘর। বুধবার (৪ জানুয়ারী) ভোর ৪ টার দিকে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুছার বাপের বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নিঃস্ব হয়ে পড়ে পাঁচটি পরিবার।
স্থানীয়রা বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ আজম, মোহাম্মদ হাশেম, কুতুব উদ্দিন, জয়নাল ও জামাল উদ্দিন। তারা বলেন, অগ্নিকান্ডে তাদের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালীর ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, আগুনে সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাচা মিয়ার বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সু নু মারমা বলেন, রান্না ঘরের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।