৩জানুয়ারী চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোর ফুটবল লিগ ২০২২-২৩ এবং আসন্ন জেলা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাবের দুটি জার্সি উন্মোচন করলেন ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক মোঃ নুরুল আমিন সোহেল।
২রা জানুয়ারি সোমবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে কিশোর ফুটবল চলাকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের টিম ম্যানেজার ও আহ্বায়ক বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ আকতার হোসেন, ফুটবল সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সহকারী কোচ মোঃ মামুনুর রশিদ মামুন, সাবেক ফুটবলার আঃ রহিম, আবু জাফর আহমদ বাবু,সংগঠনের সদস্য মোঃ শাহজাহান,এম,ইউ বাহার, একাডেমি সদস্য মোঃ তামিম, রাহাত হাসান , কিশোর ফুটবল টিম এর অধিনায়ক মোঃ ফয়সাল সহ-অধিনায়ক মোঃ রবিন ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিগের প্রথম ম্যাচে সীতাকুণ্ড যুব কিশোর টিমের কাছে ৪-১ গোলে হালিশহর একাদশ পরাজিত হয়েছে। লিগের ২য় ম্যাচে আগামী ০৫জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে মহসিন সাজু একাডেমির বিপক্ষে খেলবে হালিশহর একাদশ ক্লাব।