চট্টগ্রাম সিটি কর্পোরেশরের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শারীরিকভাবে অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় ৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ২১৮ দেওয়ান হাটে মোস্তফা হাকিম কর্পোরেট কার্যালয়ে সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারি, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে সেফা, দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ¦ সরওয়ার আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম, জিএম নুপুর চৌধুরী, মাওলানা মোহাম্মদ ইউনুছ সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া অলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. লিয়াকত আলী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং আলহাজ¦ এম. মনজুর আলমের সুস্থতা কামনা করা হয়। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সমাজসেবক হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ প্রত্যাশা সিডিএ আবাসিক এলাকায় নির্মাণাধীন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যমানের ১৮ মে.টন রড এবং ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডস্থ হাজী আবুল হোসেন জামে মসজিদ নির্মাণের জন্য ১৪ লক্ষ টাকা মূল্যমানের ১৭ মে. টন রড অনুদান হিসেবে প্রদান করেছেন। সকালে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের পক্ষে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ সরওয়ার আলম উল্লেখিত মসজিদদ্বয়ের পরিচালনা কমিটির হাতে রড প্রদানের ডিও লেটার হস্তান্তর করেন। এ সময় আলহাজ¦ সরওয়ার আলম বলেন, সমাজ বিনির্মাণে দুস্থ মানবতার সেবায় এবং পবিত্র ইসলাম ধর্ম সহ সকল ধর্মের সেবায় নিয়োজিত আমাদের হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। তিনি তাদের সেবাধর্মী কর্মকাণ্ড সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আলী আকবর, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোহাম্মদ আলী আক্কাস, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ও মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।