গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আল আইন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস মিয়ার পিতা ফজল আহমদ (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজের জানাযা গতকাল ২ জানুয়ারী সোমবার বেলা ২টায় রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ৭ নং ওয়ার্ড এলাকার স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই আল আইন শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শফিউল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক দিদারুল আলম সহ-সম্পাদক ও সকল সদস্য মন্ডলী শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।