মোঃ রবিউল ইসলাম (বান্দরবান প্রতিনিধি)
২৫ ডিসেম্বর দিনব্যাপী বড় দিনের উৎসবে মেতেছে বান্দরবানের থানচির উপজেলার প্রত্যন্ত পাহাড়ি জিন্না পাড়ার খ্রিষ্টান ধর্মালম্বীরা। পাপমুক্তি, মঙ্গল ও করুণা কামনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। গ্রামের প্রত্যেক বাড়িতে বিরাজ করেছে সাজ সাজ রব। একই সাথে বর্ণিল রংয়ে সাজানো হয় পল্লীর র্গীজাগুলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেগ বান্দরবান জেলা ছাত্রলীগের উপর্য সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাড়ার মেম্বার ও কারবারি।
২৫ ডিসেম্বর রবিবার বড়দিন হলেও, মূলত এর আগের দিন শনিবার রাতে স্ব স্ব গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ উৎসবের। এ রাতে বাড়ী বাড়ী চলে র্কীর্তন। বড়দিনের সকালে আনুষ্ঠানিকভাবে গীর্জায় চলে পুজারীদের বিশেষ প্রার্থনা পর্ব। যথাযথভাবে দিনটি পালনের জন্য গীর্জাগুলোতে সরকারীভাবে আর্থিক অনুদানও প্রদান করে উপজেলা প্রশাসন।