গণফোরাম ও সমমনাদলদের উদ্যোগে ২৮ ডিসেম্বর বুধবার বেলা ৩ টায় পুরানা রেলওয়ে চত্বরে ও বিকেল ৪.৩০ ঘটিকায় সিনেমা প্যালেস্ চত্বরে গণজমায়েত গণফোরাম নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবদুল মোমেন চৌধুরীর সভাপতিত্বে ও গণফোরাম নেতা অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত গণজমায়েত এ বক্তব্য রাখেন আব্দুর রহমান, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে উজ্জ্বীবিত সংগ্রামী জননেতা আবদুল গাফ্ফার খান, ভাসানী ফাউন্ডেশনের নেতা শাহেদ লতিফ। অনুষ্ঠানে বক্তারা করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান দেশের নৈরাজ্যকর অবস্থার উপর আলোকপাত করেন এবং জনগণকে আগামীতে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ও ৭২’র সংবিধানে ফিরে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের লিপ্ত হওয়ার অনুরোধ জানান।