২৫ শে ডিসেম্বর সন্ধ্যে ৬ টায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ সুইস গার্ডেন ইন্টারন্যাশানাল সুমাইয়া কনফারেন্স হলে কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না রচিত “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানবতার কবি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম খান সি.আই.পি” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় এতে কোরান তেলওয়াত করেন সাংবাদিক জয়নাল ফয়েজি। বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, প্রকাশক মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড.বেনু কুমার দে। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ড.মোঃ ফরিদ উদ্দিন ফারুক,নজরুল গবেষক ড. মোহাম্মদ কামাল উদ্দিন লেখক গবেষক মুহাম্মদ নিযামুদ্দীন, কবি ও নজরুল গবেষক এ বি এম ফয়েজ উল্লাহ, কবি ও অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি ও লেখক মোঃ আলমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরী সহ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ড.বেনু কুমার দে বলেন, মানবতার কবি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম সি. আই. পি একজন সাদা মনের মানুষ, মিরশ্বরাই তথা বাংলাদেশের গর্ব। তাঁর কন্ঠে ধ্বনিত হয় নির্যাতিত-নিপীড়িত, দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধাতুর মানুষের করুণ আর্তনাদ। তিনি গরীব দুঃখী মানুষের সেবায় অগ্রনী ভুমিকা পালন করছেন। প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন, মানবতা এমন একটি ধর্ম যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। বিশ্বের প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের ভালোবাসা থাকবে। থাকবে স্নেহ,মায়া মমতা। সেটা হতে পারে পাশের বাড়ীর কিংবা হাজার মাইল দুরের অপরিচিত কোন মানুষ। সে দিক থেকে ফখরুল ইসলাম খান সি আই পি একজন মানবিক মানুষ যার মানবিক কর্মে, সেবায় আমরা সবাই মুগ্ধ। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে বার বার সি আই পি নির্বাচিত হয়ে দেশ ও জাতিকে ধন্য করছেন। সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু বইয়ের লেখক ও ফখরুল ইসলাম সি আইপি সহ সকলকে অভিনন্দন জানান। এই ধরনের কর্মকান্ড আগামী তে মানুষকে আরো বেশি সচেতন ও মানবিক করবে বলে তিনি আশা প্রকাশ করেন।