বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের শতাব্দী প্রচীন শ্রী শ্রী গোলকেশ্বরী কালি মন্দিরের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত অনারম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত কমিটির সদস্যরা। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান মন্দিরের পুরোহিত সুভাষ চক্রবর্তী। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ধর্মানুরাগি মৃদুল কান্তি সেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ও দানবীর অদুল কান্তি চৌধুরী। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর’২২ শুক্রবার শ্রী শ্রী গোলকেশ্বরী মাতৃ মন্দির সেবা সংঘের দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ নিরিক্ষা শেষে ২৩ ডিসেম্বর’২২ শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ সম্পন্ন হয়।
সর্বসম্মতিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রবীর কান্তি চৌধুরীকে সভাপতি, শিভাশীষ সেন (শংকু) কে কার্যকরী সভাপতি এবং শান্ত সিংহ কে সাধারণ সম্পাদক ও সনজয় দাশকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শপথ গ্রহণের পাশাপাশি সদস্য ও নব-নির্বাচিত কর্মকর্তাদের সরব উপস্থিতিতে গোলকেশ্বরী মাতৃ মন্দিরের বার্ষিক মহোৎসব উদযাপনের জন্য বিভু দে-কে সভাপতি ও তপু দে-কে সাধারণ সম্পাদক এবং সুক্তম দে-কে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মহোৎসব কমিটি গঠন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অদুল চৌধুরী বলেন, গোলকেশ্বরী কালি মন্দির স্থানীয় সনাতনী সম্প্রদায়ের কাছে শ্রদ্ধা, ঐতিহ্য আর অস্তিত্বের নাম। এই মন্দিরকে ঘিরে আছে আমাদের শৈশব, কৈশোর, যৌবন আর পৌরত্বের অনেক সুখস্মৃতি। তাই নব- নির্বাচিত কর্মকর্তাদের কাছে একটা অনুরোধ নবীন-প্রবীণ আর অনুজ-অগ্রজ’র সমন্বয়ে পরিচালিত হয়ে আগামী প্রজন্মের কাছে যেন এ মন্দির পরিচিতি পাই সনাতনী ঐক্যের ধারক, বাহক আর কথক হয়ে।
তিনি আরো বলেন, নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মন্দিরের উন্নয়নের দায়িত্ব আমি স্বীয় উদ্যোগে শ্রদ্ধার সাথে কাঁধে তুলে নিলাম। এসময়, মাতৃমন্দিরের পুঃণনির্মাণ কাজ আগামী জানুয়ারিতে শুরু করার আশা ব্যক্ত করেন তিনি।