আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দীন আজহারীর উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বেলাল রেজা কাদেরীর সভাপতিত্বে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর রায়হান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, উত্তরের সাংগঠনিক সম্পাদক সোহাইল উদ্দিন আনসারী, কেন্দ্রীয় উপ-প্রচার কমিটির সদস্য এনাম রেজা কাদেরী, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী, দক্ষিণ জেলা সহ-সভাপতি সালাহউদ্দীন খোকন। প্রধান বক্তা ছিলেন ছাত্রনেতা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লা আল জাবের। বিশেষ বক্তা ছিলেন আদনান তাহসিন আলমদার। এসময় উপস্থিত ছিলেন এজহার জামেয়া বাঁশখালী ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ এনাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর, খায়রুর বশর, এটি এম আবু তৈয়ব, মোবারক হোসেন রকি, আ.ল.ম কায়সান, শফিউল করিম, শামীমুল ইসলাম, নুরুদ্দীন, কাজী আরাফাত হোসেন, প্রবাসী মুহাম্মদ শাহজাহান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, সুন্নিয়ত এমনিতেই প্রতিষ্ঠিত হয়নি। ওলামা এ আহলে সুন্নাতদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছিল সুন্নিসমাজ। আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.) থেকে অসংখ্য আলেমেদ্বীনদের ত্যাগের বিনিময়ে আজকের সুন্নিয়ত। স্বাধীনতার এত বছর পরও আজো রয়ে গেলো বর্বর সেই উগ্রবাদী মানুষগুলো। নেতৃবৃন্দরা সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহŸান জানান।
উল্লেখ যে, তিনি গত ২৬ ডিসেম্বর, বাঁশখালী থেকে গাড়িতে করে ফেরার পথে ভাদালিয়া ৭নং সরল ইউনিয়নে রুহুল্লা পুকুর পাড়ে মাওলানা জসিম উদ্দীনকে অনবরত পাথর নিক্ষেপ করে হামলা চালিয়ে তিনি প্রাণে বেঁচে গেলও গাড়ী ভাঙচুর করে উগ্রবাদীরা।