আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারার উত্তর সরেঙ্গায় এক সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে এক বৃদ্ধা মহিলাও রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্হানীয় স্বাস্হ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চলতি মাসের ২০তারিখে এ ঘটনা ঘটে।তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্হানীয় ও থানা পুলিশ সুত্র জানায়, উত্তর সরেঙ্গা গ্রামে ঘর নির্মানকে কেন্দ্রকরে স্হানীয় মোরশেদুল আলম ও খোরশেদুল আলম এর নেতৃেত্ব একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
এতে একই পরিবারের আবুল বশর,আবুল কালাম, হাসনা বেগম, আলী হোসেন ও জাহেদ গুরুতর আহত হন। সন্ত্রাসীদের তান্ডবের এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্হলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানায়। তাদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরদিন আহত আলী হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা নং-১৮ দায়ের করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
আহতদের অবস্হা আশংকাজনক হওয়ায় ওইদিনই থানা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আহতদের চমেক হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।