চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নগরীর নিঃস্ব, বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার, সকালে মোস্তফা হাকিম কর্পোরেট অফিস প্রাঙ্গণে ৫শত বস্তিবাসীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। মোস্তফা হাকিম গ্রুপের জেনারেল ম্যানেজার নিপুর চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল মেয়র ও মানবিক সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, অস্বচ্ছল, নিম্ন আয়ের, নিঃস্ব জনগোষ্ঠী, বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী আল্লাহর সৃষ্টি। তাদের সেবা করা আমাদের ইমানী দায়িত্ব। তিনি বলেন, বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিল। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। এ মহৎ মানবিক প্রধানমন্ত্রী ৩৫ লক্ষ মানুষদের জন্য গৃহ করে আশ্রয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথেই আমাদের সব সেবা। তিনি তাদের সেবাধর্মী কর্মকাণ্ড সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম। শীতবস্ত্র বিতরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করে হযরত সৈয়দ মনছুর আলী শাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম সারোয়ার উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে কয়েকজন সমাজসেবক উপস্থিত ছিলেন।