মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত মাদক কারবারির নাম ইমাম হোসেন সুজন (২২)। সে মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের আবদুল হক সওদাগর বাড়ির মৃত নুরনবীর ছেলে।
১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় শ্রীপুর গ্রামের আবিদুর রহমান বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযানটি চালানো হয়।
মিরসরাই থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার কৃত মাদক জব্দ করে মাদক মামলা নং ১৩ রুজু করে আসামিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।