চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি মোঃ আলী ছিলেন অনন্য সাধারণ এক সংগঠক। তিনি অসাধারণ কর্মী বান্ধব, মানবতার চেতনায় উদ্ভাসিত এক সার্বজনীন মানুষ ছিলেন। মৃদুভাষী হলেও তিনি ছিলেন সকল স্বৈরাচার ও দূঃশাসনের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি অবদান অব্যাহত রেখেছেন। তাঁর অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। তাঁর ত্যাগ ও শ্রমের বিনিময়ে বিএনপি আজ সুসংগঠিত। দলের জন্য তাঁর অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীর অনুপ্রেরণা হয়ে থাকবেন। আমরা তাঁর মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তিনি শনিবার (১৭ ডিসেম্বর) বাদে জোহর নগরীর দামপাড়াস্থ গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি মোঃ আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন। দোয়া মাহফিলে মরহুম মোঃ আলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মসজিদ সংলগ্ন কবরস্থান জিয়ারত করে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিেেলন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মোঃ কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন, মহানগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, সফিক আহম্মেদ, নকিব উদ্দিন ভূঁইয়া, কৃষকদলের সদস্য সচিব কামাল পাশা নিজামী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, যুবদলের সহ সভাপতি এম এ গফুর বাবুল, ফজলুল হক সুমন, মোঃ মুছা, কৃষক দলের নাজিমুল হক নাজু, সাবেক ছাত্রদল নেতা একরামুল হক, জসিম উদ্দিন চৌধুরী, সাবের আহমেদ টারজান, বিএনপি নেতা রাসেল পারভেজ সুজন, হাসান উসমান চৌধুরী, বেলায়েত হোসেন, মোঃ ইসহাক, খায়রুজ্জামান জুনু, মোঃ নুর নবী, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, আবদুল জলিল, আনোয়ার হোসেন আনু, ইদ্রিস সবুজ, আলিফ উদ্দিন রুবেল, মোঃ হাসান, কৃষক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ওয়াহিদুল আলম কানন, জসিম উদ্দিন, মোঃ সেকান্দর, সাবেক ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, আবুল হোসেন, সাইফুল্লাহ ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিটু, মোঃ আনাস, মাহমুদুর রহমান বাবু প্রমূখ।