বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর আওতাধীন বাকলিয়া থানার শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল ১৭ ডিসেম্বর সকালে স্থানীয় কালামিয়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে থানা ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ নকিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সহ সভাপতি মুহাম্মদ তারিফ হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল করিম সেলিম।
বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর উত্তর সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন রেজা, থানা ছাত্রসেনার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় থানা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ রিদোয়ান, সাকি কাউসার, নূর মোহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মহান বিজয় আমাদের জন্য গৌরবের। এ বিজয়কে ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বর্তমান প্রজন্মকে দেশ গড়ার কাজে নিজেকে আদর্শিক সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। অনুষ্ঠানে মহান শহীদদের মাগফেরাত কামানয় দোয়া ও মুনাজাত করা হয়। এবং আগামী ৭ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার জন্য ছাত্রসমাজের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।