চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহান বিজয় দিবস শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. সকালে শুভ উদ্বোধন হয়। এ টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন প্রতিষ্ঠান উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। এতে প্রধান অতিথি ছিলেন তাহের গ্রুপের চেয়ারম্যান ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের।
এ টুর্নামেন্ট উদ্বোধন করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাবিদ আবদুল্লাহ মনজুর।
১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ, তাহের মনজুর কলেজ, পাহাড়তলী কলেজ, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম স্কুল, নিউ মনসুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, শীতলপুর, হাইস্কুল ও উত্তর কাট্টলী উচ্চ বিদ্যালয়ের মোট ৮টি টিম অংশগ্রহণ করেছে।
মহান বিজয় দিবস শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু তাহের বলেন, শেখ রাসেল একজন নিস্পাপ শিশু ছিল। তাকে হত্যা করে ঘাতকচক্র মানব ইতিহাসকে কলংকিত করেছে। শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাবিদ আবদুল্লাহ মনজুর বলেন, পৃথিবী যতদিন থাকবে শেখ রাসেল ততদিন আবেগ অনুভূতির জায়গায় অবস্থান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নেছার আহমদ, মোহাম্মদ বাদশা আলম, মাহবুবুর রহমান চৌধুরী, লায়লা নাজনীন রব, আবদুস ছাত্তার মজুমদার, নজরুল ইসলাম, বিকাশ মজুমদার, আবুল কালাম আজাদ, পিয়াংকা দাশ, আশীক দেব, মো: মামুন সহ অন্যরা উপস্থিত ছিলেন।