রায়হান হোসাইন
আনায় আনায় যোল আনা,ষোল আনায় এক ভরি। আর এই এক ভরি স্বর্ণের টাকা যোগাতে হিমশিম খেতে হচ্ছে নব্য বিবাহিতদের। যেহেতু বিয়ের কথা আসলেই সামনে আসে স্বর্ণ দেওয়া- নেওয়ার কথা। অপরদিকে দফায় দফায় স্বর্ণের দাম বাড়ার ফলে বিয়ের পিঁড়িতে বসতে চাইলেও বসা হচ্ছে না সিঙ্গেলদের। বিশেষ করে শীত মৌসুমে ডাকঢোল বাজিয়ে বিয়ের প্রবণতা একটু বেশি হলেও স্বর্ণের দাম লাগামহীনতার কারণে আমেজও তেমন নেই। অপরদিকে স্বর্ণের দাম বাড়তি হওয়াতে জুয়েলারি দোকানিরাও হতাশ। যদিও অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রামে বিয়েতে সোনার চাহিদা বেশী। নিন্ম মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, সচ্ছল কিংবা অসচ্ছল, ধনী-গরীব চট্টগ্রামে প্রায় প্রতিটি বিয়েতেই সোনার চাহিদা রয়েছে। শুধু বিয়ে নয়, আকিকা থেকে শুরু করে জন্মদিন এমনকি বিয়ের পূর্বেও আংটি বদলের অনুষ্ঠানসমূহে সোনা ব্যবহারের প্রচলন বহু যুগ আগে থেকেই। তবে এর সমাধান কোথায় ? একদিকে আকাশ ছোঁয়া স্বর্ণের বাজার অপরদিকে বিপন্ন সিঙ্গলদের জীবন।