১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এ দিবস স্মরণে ১৪ ডিসেম্বর ২০২২ খ্রি. বুধবার ব্যাপক কর্মসূচি পালন করেন সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা এবং শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলহাজ্ব আবদুল হাকিম মাইজভাণ্ডারী ও আলহাজ্ব মোস্তফা খাতুন মাজার এবং হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে এ সকল কর্মসূচি পালন হয়।
উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা বর্বর পাকিস্তানী বাহিনীর ঘৃণ্য নৃশংস ঘটনা। রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সহযোগিতায় দেশের বিশিষ্ট সন্তান বুদ্ধিজীবীদের ঘর থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনা পরিকল্পিত ও ঘৃণ্য। তারা বাংলাদেশকে নেতৃত্ব ও মেধাশূণ্য করতেই এ হত্যাকাণ্ড সংগঠিত করে।
সাবেক মেয়র মনজুর আলম আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা নানাভাবে অপতৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে দেশ ও বিদেশে। মহান বিজয় দিবস সামনে রেখে সমগ্র দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্রশপথে বলিয়ান হয়ে দেশ ও জাতিকে রক্ষার আহবান জানান সাবেক এ মেয়র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এইচ. মে. স্টীলের চীফ ইঞ্জিনিয়ার মো: এয়াকুব নবী, বাদশা আলম, আবু ছগীর, মাহবুবুর রহমান, মাওলনা ফরিদুল আলম, আবদুস ছাত্তার সহ অন্যরা বক্তব্য রাখেন। দেশ-জাতির কল্যাণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ শেষে মোনাজাত করেন মাওলানা আবদুল মান্নান।