মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সভা সম্প্রতি সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লায়ন সিতারা গাফ্ফার এই সভায় সভাপতিত্ব করেন। আব্দুল্লাহ আল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্নর আমিনুল হক বাবু ও এডভোকেট ফয়েজুর রহমান চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি প্রফেসর নুরুল আনোয়ার, আবুল হাসেম তালুকদার, আবদুর রউফ চৌধুরী, আবুল মনসুর, হাফিজুল ইসলাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মুন্না, ছাফিউল ইসলাম, মাইনুদ্দিন কাদের বাবলু, দপ্তর সম্পাদক নবুয়াতারা সিদ্দিকা রকি, হুমায়ন কবির মাসুদ, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ সোহেল, নুরুল আবছারসহ চট্টগ্রামের বিভিন্ন মানবাধিকার কমিশনের
নেতৃবৃন্দ। সভায় চট্টগ্রামের জামাল খান ওয়ার্ডে ধর্ষণের পর নিহত মারজানা হক বর্ষার পরিবারের কান্না জড়ানো বক্তব্য অনুষ্ঠানস্থল ভারী হয়ে উঠে। বক্তারা পৃথিবীর অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্বব্যাপী এসব ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের তীব্র নিন্দা করেন।
এ সময় আইনকন্ঠ সম্পাদক বলেন পৃথিবীর আবারো আদিম ববর্বতায় ফিরে যাচ্ছে। বিশ্ব আজ পুঁজিবাদের ও সন্ত্রাসী
অপরাধীদের কলোনীতে পরিনত হয়েছে। কিছু সংখ্যক মানুষ খেকো পুঁজিবাদী সাধারণ মানুষের অর্থবিত্ত, সহায়, সম্বল পূর্বপুরুষের ভিটে, মাটিও গ্রাস করেছে।