চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম-এর এইচ.এম. ষ্টীল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে চট্টগ্রাম নগরীর অক্সিজেন চত্ত্বরে নির্মাণ করছেন গাউছুল আযম হযরত আহাম্মদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী চত্বর’। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এ চত্ত্বরটি।
১০ ডিসেম্বর ২০২২ খ্রি. সকালে এ চত্বরের নির্মাণ কাজ শুরু হয়। এইচ এম স্টীলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব আনুষ্ঠানিকভাবে চত্ত্বর নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় আর্কিটেক্ট ডিজাইনার মোহাম্মদ রাশেদ, পুলিশের পি.আই. মো: আলমগীর হোসেন, শাহাজাহান হোসেন, সুপার মো: ছৈয়দ, ঠিকাদারী প্রতিষ্ঠানের মো: ইউসুফ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন অক্সিজেন মসজিদের ইমাম। উল্লেখ্য যে, সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম নিজস্ব অর্থায়নে মাইজভান্ডার দরবার শরীফের খেদমতে সেখানে হযরত গাউছুল আজম আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ, মিনারে হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভা-ারী (ক.), গাউছুল আজম মাইজভা-ারী সড়ক বাতি স্থাপন, গাউছুল আজম মাইজভা-ারী শাহী তবারুক ডেক, আশেকানে মাইজভা-ারী বিশ্রামাগার ও শৌচাগার এবং দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।