বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের সাবেক মহাসচিব, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো: খালেকুজ্জামানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ ডিসেম্বর ২০২২ খ্রি. বিকেলে নগরীর নয়াপল্টনস্থ জননেতা জহুর আহমদ চৌধুরী বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব নঈমউদ্দিন আহমদ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম শিপন ও ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেকুজ্জামান আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন। অর্থবিত্তের কোন মোহ ছিল না তার। তিনি যা সত্য বলে জানতেন তা প্রকাশ করতে দ্বিধা করতেন না।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নঈম উদ্দিন আহমদ চৌধুরী বলেন, মরহুম খালেকুজ্জামান সংসার, পরিবার, স্ত্রী- সন্তানদের চেয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শকে উর্ধ্বে স্থান দিয়ে দলের কাজ করে গেছেন। সে একজন নিবেদিত প্রাণ আদর্শ নেতা ও সংগঠক ছিলেন।