অলিয়ে কামেল আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সভাপতি, আওলাদে রাসূল, মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম:জি:আ:) এর সহধর্মিনী সৈয়্যাদ আসিয়া খাতুন ৩ ডিসেম্বর ২০২২ খ্রি, শনিবার ইন্তেকাল করেন। মরহুমা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৯ ডিসেম্বর ২০২২ খ্রি. শুক্রবার, সকাল থেকে আলহাজ¦ আবদুল হাকিম মাইজভান্ডারীর মাজার ও তৈয়বিয়া জামে মসজিদে খতমে কোরান, খতমে তাহলিল, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
আলোচনা করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আযম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, নাবিদ আবদুল্লাহ, আবিদ আবদুল্লাহ, সারহান আবদুল্লাহ, শিক্ষাবিদ মোহাম্মদ বাদশা আলম ও সমাজসেবক মোহাম্মদ ইব্রাহীম ও নেছার আহমদ সহ আলেম ওলামাবৃন্দ। মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসার প্রভাষক ও তৈয়বিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ ইউনুছ রজভী আল কাদেরী। এ সকল ধর্মীয় অনুষ্ঠানে আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ইমাম, শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য লাভে চিত্ত পরিশুদ্ধ হয়। পীর কামেলদের সংস্পর্শে এবং তাদের দেখানো সৎ পথে জীবন পরিচালনার মধ্যে শান্তি ও আত্মশুদ্ধির সুযোগ নিহিত রয়েছে। তিনি প্রকৃত অলি আউলিয়াদের পদাংক অনুসরণের আহ্বান জানান। সাবেক এ মেয়র আল্লমাা তাহের শাহ’র সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনা করেন। বাদে জুমা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।