গাউসিয়া কমিটি বাংলাদেশ আমেরিকা নিউ ইয়র্ক শাখার কাউন্সিলর ও সংবর্ধনা অনুষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুর রহমানের পরিচালনায় ৪ ডিসেম্বর রবিবার নিউ ইয়র্ক ব্রকলীন চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইউএসএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন- নিউইয়র্ক গাউসিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ মঈনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মনিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আখতার হোসাইন, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইউসুপ আলী, সদস্য জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ সালাউদ্দিন, হাজী ইসমাইল শাহ, আলহাজ্ব কবির আহমদ, আলহাজ্ব জালাল আহমদ, নাদের আহমদ, মুরাদুল আলম চৌধুরী, আরিফ চৌধুরী, আখতারুল আজম, জাফর সাদেক, শফিউল আলম কোরাইশী, মাওলানা নুরুন নবী ফারুকী, হাফেজ ইফতেখার হোসেন, জহির উদ্দিন বাবর, মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু প্রমুখ। কাউন্সিলে মোহাম্মদ ইকবাল হোসেন কে সভাপতি, মাহাবুবুর রহমান কে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সৈয়দ মঈনুল হক কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আখতার হোসাইনকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যের উপদেষ্ঠা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
শেষে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।