জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি। ৫ ডিসেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন, আফরোজা খান ও মহাসচিব চন্দন চন্দ দাস, যুগ্ম মহাসচিব ফরহাদ হোসেন ফুয়াদ, নিলুফার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান বলেছেন, নির্মম বাস্তবতা হলো এই যে জাতির আয়না হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর যখন তখন হামলা-মামলা বন্ধে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায়, বিচারের সংস্কৃতি তৈরি না হওয়ায় একের পর এক সংবাদযোদ্ধাদের উপর হামলা বৃদ্ধি যেমন পাচ্ছে, তেমন বাড়ছে হয়রানীমূলক মিথ্যে মামলার সংখ্যাও। অতএব, বাংলাদেশের রাজনীতিকদের পাশাপাশি সচিব-আমলা-এমপি-মন্ত্রী তথা সরকারের সকল মহলের নৈতিক দায়িত্ব সংবাদযোদ্ধাদের ও সংবাদমাধ্যমের অবাধ সংবাদ প্রবাহ নির্মাণ রাখতে হবে।