বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের অনুগামী পরীক্ষা ৩ ডিসেম্বর-২২ শনিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের স্তর ভিত্তিক এই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ হানিফ, মুহাম্মদ আবুল হাশেম। পর্যবেক্ষক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইয়ার আহমেদ জামশেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামিমুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন ছাত্রসেনা মহানগর দক্ষিণের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক মুহাম্মদ আতিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ বাহাউদ্দীন, অনুগামী সদস্য মুহাম্মদ আব্দুল আলিম। নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমাজ যতই উন্নতি লাভ করুক, ঈমান ও আল্লাহভীতি না থাকলে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবিক সমাজ গঠন অসম্ভব। সমাজ পরিচালনায় সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করতে হলে স্ব-স্ব স্তরের নেতা ও কর্মীদেরকে নিয়মিত সংগঠন সম্পর্কিত বইপত্র পাঠ করতে হবে। অপরদিকে ঐতিহাসিক সংগঠকদের পুস্তিকা, সংগ্রহ, পাঠ ও জবাবদিহিতার মাধ্যমে অভিজ্ঞতার ঝুলিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা সম্ভব।