1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম - পূর্ব বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একটি আদর্শিক জাতিগঠন মূল লক্ষ্য হলেও সেই গণআকাঙ্ক্ষা এখনো গুমরে মরছে- অধ্যক্ষ আল্লামা জুবাইর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবি সাহিত্যিকদের এক মিলনমেলা! চট্টগ্রামে ৫ টন লোহার স্ক্র্যাপসহ ৭ চোর আটক করেছে কোস্ট গার্ড এসকে সুরের বাসায় দুদকের অভিযান মিলল যত টাকা বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডা’র ২৮তম বর্ষপূর্তি পালন হেফাজতে ইসলাম চট্টগ্রাম বাকলিয়া থানার কমিটি গঠন আনোয়ারা, পটিয়া ও হাইওয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি প্রকাশ্যই মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হয় না, আশেকে রাসূল হয় আমলে -ছারছীনার পীর ছাহেব আনোয়ারায় বরুমচড়া ইউপি চেয়ারম্যান আটক  ৫ আগস্ট হলো রাজনীতিবিদদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের ফল বললেন কর্ণেল অলি

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

 মাঠে টান টান উত্তেজনা! আর এদিকে টিভি পর্দার সামনে বন্ধু-বান্ধবদের সাথে কাটানো শ্বাসরুদ্ধকর কিছু মুহুর্ত! হৃৎপিন্ডের আওয়াজ যেন বাইরে থেকে শোনা যায় – কি হবে শেষ বাঁশি বাজার ঠিক আগে?

ফুটবল মৌসুমের এই রোমাঞ্চ আর সবাই মিলে প্রিয় দলের জয় উদযাপনের মত আনন্দ সত্যিই অন্য কিছুতে খুঁজে পাওয়া কঠিন! আর এই আনন্দকে বাড়িয়ে তোলার অন্যতম অনুষঙ্গ – টেলিভিশন। ফিফা ফুটবল বিশ্বকাপের মতো বড় আয়োজনের সময়ে ক্রীড়াপ্রেমী দর্শকদের বহুদিন ধরে একত্রিত করে চলেছে এই প্রিয় অনুষঙ্গটি।

শুধু ঘরেই না, একসঙ্গে খেলা দেখতে দর্শকরা ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস প্রাঙ্গণ এমনকি হোটেল-রেস্টুরেন্টেও। সবাই একসঙ্গে খেলা দেখতে একদিকে যেমন বড় স্ক্রিন প্রয়োজন, তেমনি রাতের আবহে প্রয়োজন হয় নিখুঁত ও ঝকঝকে ছবি।

গ্রাহকদের সকল চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন প্রযুক্তির টেলিভিশন নিয়ে আসছে টেলিভিশন ব্র্যান্ডগুলো। এর মধ্যে বাজারে এসেছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন ব্র্যান্ড স্যামসাংয়ের বেশ কিছু মডেল। স্যামসাংয়ের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে নতুন প্রযুক্তির নিও কিউ এলইডি টেলিভিশন।

৮৫-ইঞ্চির স্যামসাং কিউএন৯০০বি ৮কে নিও কিউএলইডি স্মার্ট টিভিতে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো, নিউরাল কোয়ান্টাম প্রসেসর ৮কে এবং ইনফিনিটি স্ক্রিন। নিও কিউএলইডি ৮কে টিভিতে নির্ভুলভাবে প্রোপ্রাইটারি কোয়ান্টাম মিনি এলইডি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট ডিমিং টেকনোলজি। এই প্রযুক্তির কারণে একদম ঘুটঘুটে অন্ধকার থেকে শুরু করে প্রখর আলোতেও অবিশ্বাস্য নিখুঁত ছবি দেখতে পারবেন দর্শকরা। নিও কিউএলইডি ৮কে স্মার্ট টিভিতে রয়েছে প্রায় অদৃশ্য বেজেল যা টিভির স্ক্রিনকে আরো বড় করেছে। এছাড়া এই স্মার্ট টিভিতে যুক্ত রয়েছে ডলবি অ্যাটমোসের টপ চ্যানেল স্পিকার, যা খেলা চলাকালীন অনেকটা লাইভ দেখার অভিজ্ঞতা দেবে।

স্যামসাং টিভি লাইন আপের মধ্যে রয়েছে নিও কিউএলইডি ৮কে টিভি, কিউএলইডি টিভি, ক্রিস্টাল ইউ এইচ ডি ৪কে টিভি, এবং ফুল এইচডি টিভি। এছাড়া আউটলুকের দিকেও বাড়তি গুরুত্ব দেয় স্যামসাং। চলতি বছর, দ্য ফ্রেম এবং সেরিফ টিভি নামে “লাইফস্টাইল” সিরিজের ২টি মডেল আসে। দুটি টিভিই ম্যাট ডিসপ্লে (কিউএলইডি) অফার করে। ফ্রেম টিভি আর্ট মোডে থাকাকালীন একটি আর্ট ফ্রেমের মতো প্রদর্শিত হয় এবং সেরিফ টিভিতে আছে ‘‘আই” ডিজাইন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla