চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির আশির্বাদ স্বরূপ। এই রাষ্ট্রনায়ক দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর হাত ধরে বাংলাদেশ উন্নয়নশীল দেশ ও উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে দল মত নির্বিশেষে সমগ্র চট্টলবাসী জমায়েত হয়ে বুলেট ট্রেন, মেট্রোরেল, মেরিন ড্রাইভ, কালুরঘাট ব্রীজ, নতুন বিমানবন্দরের পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে উৎসাহিত করবেন। সাবেক এ মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে চট্টগ্রাম বহু উচ্চতায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামবাসীর হৃদয় জয় করেছেন। জনাব মনজুর আলম বলেন, প্রান্তিক, অস্বচ্ছল, গরীব, নিঃস্ব মিসকিনদের সেবাই আমাদের কাজ। গৃহহীনকে গৃহ, আশ্রয়হীনকে আশ্রয়, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে খাবার দেয়া সহ ধর্মীয় ও সমাজসেবায় আমরা নিয়োজিত। তিনি বলেন, বঙ্গবন্ধু’র দুঃখী মানুষদের মুখে হাসি ফুটাতে আমাদের সকল প্রয়াস নিবেদিত। ২৪ নভেম্বর ২০২২ খ্রি, শুক্রবার, দুপুরে মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং সন্ধ্যায় মাইজভান্ডার দরবারে মিসকিন ও দুঃস্থ অলি আউলিয়া প্রেমিকদের মাঝে মশারি উপহার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেবাধর্মী এ কর্মসূচিতে মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ, আশেকানে মাইজভাণ্ডারী, ভক্ত ও অনুরক্ত ছাড়াও মাওলানা ইউনুচ, বাদশা আলম, লোকমান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, সাবেক মেয়র আলহাজ¦ এম মনজুর আলম তাদের সেবার অংশ হিসেবে মাইজভাণ্ডার দরবারে আড়াইশ ফুট উচু মিনার, মসজিদ, আশেকানে আউলিয়া গেইট, দাতব্য চিকিৎসালয়, আড়াইশত মন ধারণ ক্ষমতার শাহী ডেক, সড়ক বাতি, গণশৌচাগার ও বিশ্রামাগার সহ নানা জনহিতকর কর্মকাণ্ড করে যাচ্ছে। সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের পিতা আলহাজ¦ আবদুল হাকিম ভাণ্ডারী দরবারে মুসাবীয়া এবং মাইজভাণ্ডার শরীফের একজন আশেকান ছিলেন। বাবার পথ ধরে সাবেক এ মেয়র তাদের ওয়েলফেয়ার কার্যক্রম করে যাচ্ছেন।