মরহুম এম. এ সালামের ২০ তম মৃত্যুবার্ষিকীয় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাজনীতির ময়দানে মরহুম এম.এ সালাম ছিলেন একটি রোল মডেল। কারণ বর্তমানে রাজনীতি হয়ে পড়েছে ভীষণ কলুষিত। সুস্থ রাজনীতি এখন নাই বললেই চলে। রাজনীতি এখন আয়-রোজগারের বড় মাধ্যম। দেশপ্রেম থেকে অর্থপ্রেমই এখানে মুখ্য। আদর্শ এখন হারিয়ে গেছে নৈরাজ্যের অন্ধকারে। তাঁর রাজনীতির লক্ষ্য, উদ্দেশ্য ছিল দেশপ্রেম ও মানব কল্যাণ। তাই তিনি নিজের কষ্টার্জিথ অর্থে প্রতিষ্ঠা করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ইত্যাদি। তাই এম.এ সালাম হতে পারে রাজনীতির ময়দানে একটি রোল মডেল।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক সভাপতি, হাতেখড়ি স্কুল, পাহাড়তলী কলেজ, ইউএসটিসি, সিলভার বেলস কিন্ডারগার্টেন, এম.এ সালাম প্রাথমিক বিদ্যালয় ইত্যাদিসহ অনেকগুলো মসজিদ, মাদরাসা, এতিমখানার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব এম. এ সালামের ২০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান মুহুরীপাড়ায় অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের নির্বাহী সভাপতি হাকীম এম শিহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাতেখড়ি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ মহিবুল্লাহ মিয়া। এম. ওসমান গণির পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালাম-নূর মহিলা মাদরাসার সুপার মাওলানা আবু জাফর ও এম.এ মোমেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মসজিদে রহমানের খতীব আলহাজ্ব মাওলানা আফফান ভুইয়া।