ফরহাদ হোসেন
খুলনার কয়রার দেউলিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের মৎস্য ব্যবসায়িদের ঘরে আগুন লাগে। এতে দোকানঘর মৎস্য ব্যবসায়ীদের বাসা সহ অনেক ঘর ও আসবাপত্র মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যদের পৌনে এক ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে এলাকাবাসি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্য সহ স্থানীয় মানুষ, সিপিবি সদস্য ও পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল ও মনিরুল ইসলামের মৎস্য ব্যবসার ঘরে থাকা ককসেট থেকে আগুনের সূত্রাপাত হয়। তাৎক্ষনিক পাশ্ববর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান মুহুর্তের মধ্যে পুড়ে যায়। এরপরে আগুন ছড়ি গিয়ে পাশের মুনছুর মোড়লের চায়ের দোকান, শরিফুল মোড়লের বসতি ঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকান রাসেলের চায়ের দোকান, সিরাজুলের মাছের ঘর সহ আশপাশের কিছু ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পৌনে একঘন্টার অভিযানে আগুন নেভানো সম্ভব হয়। কোন মানুষ হতাহত না হলেও আসবাবপত্র, অবকাঠামোসহ দোকানের মালামাল পুড়ে ১৫ লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী মোঃ রাসেল আহমেদ জানান, মৎস্য ব্যবসায়ি আফজালের ঘরের দরজার মুখে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এক মিনিটের মধ্যে ককসেট এ লাগা আগুন মুহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন না আসলে আগুন নিভানো সম্ভব হতো না। স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকারিজের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মুনছুর মোড়লের চায়ের দোকান, শরিফুল মোড়লের বসতি ঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকান রাসেলের বসতঘর পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কয়রা স্টেশনের ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, গতকাল আমরা কয়রায় এসেছি। এখনও অফিসের কাজ শুরু করেনি। তারপরেও তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌনে একঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এটি আমাদের কয়রার প্রথম কার্যক্রম। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, ফায়ার সার্ভিসের সাথে আগুন সিভানোর কাজে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করে। এ ঘটনায় কোন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার করেন।