চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ বলেন, আগামী ৪ ডিসেম্বর, চট্টগ্রাম ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের প্রতিটি নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামীর এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সকল নেতাকর্মীকে দায়িত্ব পালনে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিষদের যুগ্ম আহবায়ক ও অগ্রণী ব্যাংক সিবিএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী জিকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহসান উল্লাহ, নগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি এম এ রহিম, আব্দুল মোতালেব। এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ আরিফ হোসেন, মোঃ শাহজাহান হোসেন, খন্দকার সাইফুল ইসলাম মামুন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আব্দুল আজিজ, মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করিম, মোঃ আলী, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।