মিনহাজ বাঙালী
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজারে হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ীতে তাল্লাশি চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ কাজী মোঃ মাঈন উদ্দিন (৩৭) নামের ১ইয়াবা পাচারকারীকে আটক করেছে।
২১ নভেম্বর সোমবার ভোররাত দেড়টার দিকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নানের তদারকীতে এসআই(নিঃ) মোঃ ছালামত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদেরকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। আটককৃত ইয়াবা পাচারকারী কাজী মোঃ মাঈন উদ্দিন (৩৭) হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর মাটুয়া বটতলী ৮নং পৌর ওয়ার্ডের কাজি বাড়ির মৃত কাজী সাইদুল হক প্রঃ শেখ আহমদ ও রৌশনা বেগম এর ছেলে বলে জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, ১হাজার পিস ইয়াবাসহ আটক সংক্রান্ত বিষয়ে সাতকানিয়া থানার মামলা নং-২২, তাং-২১/১১/২২ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়। এবং আটককৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।