আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম-এর ব্যবস্থাপনায় ২১ নভেম্বর ২০২২ খ্রি. সোমবার, সকালে নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন করেন অত্র ট্রাস্টের পরিচালক ও আওয়ামী লীগ নেতা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ কর্মসূচিতে ১০টি স্প্রে মেশিন সহ ২০ জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত আছেন। আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর মশাবাহিত ডেঙ্গুজ¦র সহ নানা অসুখ বিসুখ থেকে রক্ষার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মশক নিধন কর্মসূচি উদ্বোধনকালে অত্র ট্রাস্টের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম বলেন, মানুষের জীবন রক্ষায় আমাদের ট্রাস্টের অর্থায়নে মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। মশক নিধন ওষুধ স্প্রের মাধ্যমে মশা নির্মুল এবং মশার লার্ভা ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে কাট্টলী বাসী মশার উৎপাত থেকে জীবন রক্ষা পাবে। এ সময় অন্যদের মধ্যে সমাজসেবক আলহাজ¦ শফিউল আলম চৌধুরী, রাজনীতিবিদ লোকমান আলী, তসলিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।